Wednesday, June 19, 2013

যা হবার প্রথম দফার ৯ জেলাতেই হয়ে গিয়েছিল। প্রথম দফায় প্রায় ১৬ শতাংশ আসনে প্রার্থীই দিতে পারেনি বিরোধী দলগুলি, ৯ জেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা যায় ভোট ছাড়াই ৪ হাজার ২৬২টি আসনে শাসক দল তৃণমূলের প্রার্থীরা একাই রয়েছেন। অর্থাৎ তাঁরা জিতেই গেছেন। শাসক দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সেই গতি অবশ্য খানিকটা ধাক্কা খেয়েছে উত্তরবঙ্গের ৬ জেলায়। যারফলে পঞ্চায়েত নির্বাচনে তিন দফায় মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ধারা ১৬ শতাংশ থেকে নেমে ১০.৬ শতাংশ হয়েছে। তিন দফায় মনোনয়ন পর্ব মিটে যাবার পর মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায় জানান, ত্রিস্তরে ৬২৫০টি আসনে প্রার্থীরা ইতোমধ্যেই জিতে গেছেন বলা যায়। কারণ এই আসনগুলিতে একজন করেই প্রার্থী রয়েছেন। বলাবাহুল্য এই আসনের প্রায় সবটাই শাসক দলের প্রার্থীরাই একা রয়েছেন। ২০০৮ সালে গোটা রাজ্যে এই সংখ্যাটি ছিল ২৮১২টি আসন।

Ganashakti


No comments:

Post a Comment