Wednesday, April 9, 2014

কয়েকদিন আগেই দক্ষিণ ২৪পরগনা জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের জেলা সভাপতি সুরঞ্জনা চক্রবর্তী বলেছেন, ‘ তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল রায়ের দেওয়া লিস্ট অনুযায়ী সকলেই চাকরি পেয়েছেন। অন্য কোন দলের কাউকে তো চাকরি দেওয়া হয়নি।’

চিট ফান্ড সাফারার্স ইউনিটি ফোরাম রাজ্য সরকারের প্রতারণার বিরুদ্ধে আরও তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিলো। আগামী ১১ই এপ্রিল শুক্রবার ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউয়ে আরও একটা ক্ষোভের কর্মসূচীর ডাক দিলো চিট ফান্ড সাফারার্স ইউনিটি ফোরাম। বিশিষ্টজন ছাড়াও সেই ক্ষোভের কর্মসূচীতে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেসের নেতা প্রদীপ ভট্টাচার্য, সোমেন মিত্র, বামফ্রন্টের নেতা রবীন দেব, মঞ্জুকুমার মজুমদার, জয়ন্ত রায়, মনোজ ভট্টাচার্য প্রমুখ রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

DR. SURYAKANTA MISHRA

MAMATA SURRENDERS TO ECI