Wednesday, June 19, 2013

ফের চিট ফান্ডের এজেন্ট আত্মঘাতী নিজস্ব সংবাদদাতা বারুইপুর, ১৮ই জুন – আমানতকারীদের টাকা ফেরতের তাগাদায় সানমার্গ চিট ফান্ডের এক এজেন্ট গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছেন। মৃত ওই যুবকের নাম প্রশান্ত হালদার (২৮)। তাঁর বাড়ি বারুইপুর থানার বেতবড়িয়া এলাকায়। মঙ্গলবার সকালে পুলিস তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য পাঠিয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, সানমার্গ নামে একটি চিট ফান্ড সংস্থা আমানতকারীদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে চম্পট দিয়েছে। ওই চিট ফান্ডের এজেন্ট ছিলেন প্রশান্ত হালদার। তিনি আমানতকারীদের কাছ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা তুলে সানমার্গে জমা দিয়েছিলেন। সংস্থা চম্পট দেওয়ায় আমানতকারীরা ওই এজেন্টের কাছে টাকা ফেরত চেয়ে বাড়িতে তাগাদা দিচ্ছিলেন। মঙ্গলবার আমানতকারীদের টাকা ফেরত দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন ওই যুবক। সোমবার রাতে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মৃত ওই যুবকের বাড়ির লোকজন জানিয়েছেন, সকালে বাড়ির গোয়াল ঘরে ওই যুবকের মৃতদেহ ঝুলতে দেখেন তাঁরা। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিস এই ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

Ganashakti


No comments:

Post a Comment