Wednesday, June 19, 2013

মুখ্যমন্ত্রীর সফরের ২৪ ঘণ্টার মধ্যেই কামদুনি থেকে সরে যেতে হলো সেই ‘প্রতিবাদী’ মুখ টুম্পা কয়াল‌কে। কামদুনির কয়াল পাড়ারই বছর পঁচিশের আরেক ‘প্রতিবাদী’ যুবক এদিন থেকে আর ‘কাজে’ যেতে পারেনি। রাজারহাটের একটি দরজির দোকানে তিনি কাজ করেন। সোমবার রাতেই শুনেছেন ভারী গলায় হুমকি, রাজারহাট থেকেই ‘গায়েব’ করে দেবো। মঙ্গলবার সকালে বারাসত-খড়িবাড়ি রাস্তায় কামদুনি বাসস্ট্যান্ড থেকে বাঁদিকে ঢুকে রাস্তা পেরিয়ে কামদুনি গ্রামে ঢুকতেই অদ্ভুত একটা নিস্তব্ধতা। রাস্তায় লোকজন রয়েছেন, তবু আশ্চর্য রকমের চুপ। মুহূর্তেই টের পাওয়া যায়, অদৃশ্য একটা নজরদারি চলছে। কে কথা বলছে, কার সঙ্গে কথা বলছে, কোথায় বলছে সবই যেন সেই নজরদারির কোপে।

Ganashakti


No comments:

Post a Comment